প্লেসধারী দেড় শতাধিক শিক্ষার্থীকে হাবিপ্রবি ছাত্রশিবিরের মেরিট অ্যাওয়ার্ড প্রদান

মোঃ রাফিউল হুদা, হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী দেড় শতাধিক শিক্ষার্থীকে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ❝মেরিট অ্যাওয়ার্ড-২০২৫❞ প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখা ৷

মঙ্গলবার (৪ঠা নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি অডিটোরিয়ামে এই মেরিট অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় ও সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রোগ্রামে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত শিক্ষার্থীদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

তিনি বলেন,❝মেধা ও নৈতিকতার সমন্বয়েই গড়ে ওঠে সত্যিকারের মানবসম্পদ। সমাজের প্রতিটি ক্ষেত্রে নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছাত্রশিবির সবসময় মেধাবী ও আদর্শবান শিক্ষার্থীদের পাশে থেকেছে। ভবিষ্যতেও আমরা জ্ঞান ও চরিত্রের বিকাশে কাজ করে যাব।❞

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ক্যাম্পাসে একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে। শিবিরের এমন আয়োজনে আমরা উৎফুল্ল। আমরা আশা করি সামনের দিনে শিবির এভাবেই শিক্ষার্থীদের পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *