শেখ হাসিনা ‘বড় কসাই’ভারতে বসে কী নির্দেশ দিচ্ছেন আমরা মনিটর করছি

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যার বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। উনি ঢাকার ‘বড় কসাই, বুচার অব বেঙ্গল’ ওইখানে (ভারতে) বসে কী নির্দেশ দিচ্ছেন, সেটা অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রেস সচিব এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আইসিটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রেস সচিব বলেন, ‘কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমাবেশ, ঝটিকা মিছিল করতে চান, সে ক্ষেত্রে আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে। কঠিনভাবে আইনের প্রয়োগ হবে, আইনের এখানে কোনও ব্যত্যয় হবে না।’

তিনি আরও বলেন, এই সরকার এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না। কেউ যদি তার (শেখ হাসিনা) বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।’

শফিকুল আলম বলেন, ‘উনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম থেকেই দেখছি অনেক কথা বলছেন। আন্দোলনকারী লাখ লাখ ছেলে-মেয়েদের ‘টেরোরিস্ট’ বলছেন। তার বিষয়ে প্রধান উপদেষ্টা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করেছিলেন। এখনও দেখছি এই বিষয়টা আসছে। আমাদের এখন তো আদালতে বিচার চলছে। বিচারের রায় আসুক, এরপরে এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সঙ্গে আবার এই বিষয়টা তুলবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে তো আমরা চিঠি দিয়ে রেখেছি। তিনি কী অপরাধ করেছেন তার স্পষ্ট দলিল আছে জাতিসংঘের রিপোর্টে।’

এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ইউএনডিপিকে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব ইউএনডিপিকে এই বিষয়ে প্রশ্ন করতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *