জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেয়ায় জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি: বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখানে আসার অনুমতি কে পাবে আর কে পাবে না সেটা দেশের জনগণ ঠিক করবে। ভারতের প্রেসক্রিপশনে কোনো ব্যক্তিকে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

আপ বাংলাদেশের জবি শাখার সংগঠক তৌহিদুল ইসলাম বলেন, গত ১৫ খুনি হাসিনা বাংলাদেশকে ভারতের কলোনিতে রূপান্তরিত করেছে। জুলাই অভ্যুত্থান ছিল এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ভেবেছিলাম এই সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলবে। কিন্তু ভারতের ভেটো দেওয়ার কারণে সরকার জাকির নায়েককে আসতে বাধা দেয়। বাংলাদেশের ছোটখাটো বিষয়ে ভারত আধিপত্য বিস্তার করেছে। ৫ আগষ্টের পর ভারতীয় আধিপত্যবাদ জাতি মেনে নিবে না।

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, ৫ আগষ্টের পর দিল্লি-পিন্ডির আধিপত্যবাদ আর চলবে না। ভারত যদি ড. নায়েককে ফেরত চায় তবে আগে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। ড. জাকির নায়েক কোনো অপরাধী নয়। তিনি ২০০ কোটি মুসলিমের হৃদয় স্পন্দন। তিনি সারা বিশ্বে শান্তি বার্তা প্রচার করেন। ‘গুজরাটের কসাই’ নরেন্দ্র মোদীর কাছে সে সন্ত্রাসী হতে পারে, আমাদের কাছে তিনি একজন ইসলামিক স্কলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *