দিনাজপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পুরো ক্যাম্পাসজুড়ে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক সভাপতি মোঃ রাজিবুর রহমান পলাশ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মোঃ ইকবাল হায়দার।

অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা, নৈতিকতা, আত্মউন্নয়ন প্রক্রিয়া ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, উচ্চশিক্ষার সময় একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায়, শৃঙ্খলা ও মূল্যবোধ অনুসরণ করে শিক্ষার্থীরা নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, ক্যারিয়ার শুধুমাত্র চাকরির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত যোগ্যতা, সততা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক ভূমিকা পালন করাও ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ, নবীন-প্রবীণ শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *