মনোনয়ন পেয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম আজ মঙ্গলবার সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

গতকাল রাতে কেন্দ্রীয়ভাবে তার প্রার্থিতা ঘোষণা হওয়ার পরপরই আজ তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের সমাধিস্থলে যান। ফাতেহা পাঠের মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হাসান, মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “শহীদ আবু সাঈদের ত্যাগ ও আদর্শ বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন উদ্দীপনা দিয়েছে।” শেষে উপস্থিত সবাই শহীদের আত্মার মাগফিরাত ও তার পরিবারের কল্যাণ কামনা করে দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *