সর্ব মিত্রকে ভুলভাবে ফ্রেম করে ট্রায়ালে ফেলবেন না: জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদ অভিযান ঘিরে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে। উচ্ছেদ অভিযানে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে এক ভবঘুরে বৃদ্ধকে উচ্ছেদ করছেন সর্ব মিত্র চাকমা ও তার এক সহযোগী। এ সময় ওই সহযোগী লাঠি দিয়ে বৃদ্ধকে ভয় দেখান এবং তার হাতে থাকা ব্যাগে বেশ কয়েকবার আঘাত করেন।

এই ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। তবে এই সমালোচনার মধ্যেই সর্ব মিত্র চাকমার পাশে দাঁড়ালেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। বললেন, সর্ব মিত্র চাকমাকে ভুলভাবে ট্রায়ালে ফেলবেন না।

এক ফেসবুক পোস্টে জুমা বলেন, যারা মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী এবং ভবঘুরের বেশে থাকা হ্যারাজারদের পক্ষ নিয়ে সুশীলতা করে তাদের সঙ্গে সুর মিলাইয়েন না।

অন্তত বোনেরা। তিনি বলেন, যারা এসব সুশীলতা করে তাদের রাতে রিকশায় বা একা ক্যাম্পাসে হেঁটে হলে ফেরা লাগে না হয়তো। কিন্তু আমার-আপনার লাগে। আমরা ভুলে গাঞ্জাখুর রিকশাওয়ালার রিকশায় উঠে পড়ে কোথাও মরে পড়ে থাকলে বা কোনো ভবঘুরে আপনাকে হ্যারাজ করলে ওরাই আবার সুশীলতা করতে আসবে যে ডাকসু কী করে।

ভুল হলে শুধরে দেওয়ার আহ্বান জানিয়ে জুমা বলেন, সর্বসহ আমরা সবাই কাজ করছি, শিখছি। আমাদের এবং ওর কাজের গঠনমূলক সমালোচনা করবেন, কাজের ধরনে ভুল থাকলে শুধরে দেবেন। কিন্তু ওর এই ডেডিকেশনকে ভুলভাবে ফ্রেম করে ওকে ট্রায়ালে ফেলবেন না। আমাদের পাঁচ মেয়ে হলের জন্য কী পরিমাণ স্বস্তি ওর এই কাজ, তা কেবল আমরা জানি। মাদক ও সম্ভাব্য হ্যারাজারদের সঙ্গে জিরো টলারেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *