কমনরুমের ব্যবস্থাসহ ১২ দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি

হাবিপ্রবি ছাত্রীসংস্থার সভানেত্রী আয়মোনা মনার নেতৃত্বে আজ বৃহস্পতিবার ১৪ দফা দাবীতে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে হাবিপ্রবি ছাত্রীসংস্থা! তাদের দাবীগুলো হলো—

১. প্রতিটি একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য কমনরুমের ব্যবস্থা করা এবং ব্রেস্ট ফিডিং কর্ণারের ব্যবস্থা করা।

২. একাডেমিক বিল্ডিং ১ ও কাজী নজরুল ইসলাম একাডেমিক বিল্ডিং এ নামাজ স্থানের ব্যবস্থা থাকলেও তা অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় থাকছে এবং অযুর ব্যবস্থা নেই। নামাজের স্থানগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং অযুর ব্যবস্থা করে দেয়া।

৩. ড. কুদরতি খুদা একাডেমিক বিল্ডিং এর ৩য় ও ৬ ষ্ঠ তলায় মেয়েদের জন্য নামাজ রুম ও অযুর ব্যবস্থা করা।

৪. ডিজিটাল ক্যাম্পেইন এবং সাজেশন পোর্টাল চালু করতে হবে, যাতে ছাত্রীদের সমস্যা ও পরামর্শ গোপনীয়তা রক্ষা করে প্রশাসনের কাছে সরাসরি পৗেঁছানো যায়।

৫. কোনো শিক্ষার্থী যদি ইস্ক্রুভমেন্ট বা রিটেক পরীক্ষা দেয়, সনদপত্রে স্টার (৩) মার্ক দেয়ার যে পদ্ধতি রয়েছে তা দ্রুত পরিহার করা।

৬. শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে সনদপত্র উত্তোলনসহ যাবতীয় কাজে ওয়ান স্টপ সার্ভিস চালু করা।

৭. বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ, চর্ম ও যৌনরোগ ও বিশেষজ্ঞ নিযুক্ত করা এবং পর্যাপ্ত ওষুধ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা।

৮. ক্যাফেটেরিয়ায় পর্দানশীন নারী শিক্ষার্থীদের জন্য পর্দা কর্ণারের ব্যবস্থা করা।

৯. টিএসসি সপ্তাহে ৭ দিন চালু রাখা এবং চেয়ার টেবিলের সংকট নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

১০. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত একাডেমিক বইয়ের ব্যবস্থা করা এবং একটি জুলাই কর্ণার প্রতিষ্টা করা।

১২. ছাত্রী হলগুলোর অভ্যন্তরে চলমান অবকাঠামোগত কাজগুলো দ্রুত সম্পাদন করা এবং পুরুষ লোকদের অবাধ চলাচল অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

১৩. যেসব আবাসিক হলে রিডিং রুম নেই, সে হলগুলোতে রিডিং রুমের ব্যবস্থা করা।

১৪. হলগুলোতে নিরাপদ পানি নিশ্চিত করা। পানির ট্যাংকগুলো নিয়মিত পরিষ্কার করা। মশক নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *