ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএ কুষ্টিয়া সার্কেল ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার যৌথ উদ্যোগে চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যা নিকেতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা বরুন কুমার বিশ্বাস, এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। তিনি বলেন, “সড়ক নিরাপত্তা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সামাজিক দায়িত্বও বটে। প্রতিটি শিক্ষার্থীকে এখন থেকেই ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে এবং তা মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের ছোট ছোট সচেতনতা বড় দুর্ঘটনা রোধ করতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রো বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী, নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, এবং বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক রিফাত হোসাইন।
রিফাত হোসাইন বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে। সচেতনতা পারে দুর্ঘটনা কমাতে। সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তির পরিবার ৩০ দিনের মধ্যে বিআরটিএ বরাবর আবেদন করলে সরকারি সহায়তা পাওয়া যায়— নিহতের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহতকে ৩ লাখ টাকা ও সাধারণ আহতকে ১ লাখ টাকা প্রদান করা হয়।”
ওসি সুমন কাদেরী বলেন, “সড়ক পারাপারের সময় নিজেকে সচেতন হতে হবে। ফুটওভারব্রিজ থাকলে তা ব্যবহার করুন, না থাকলে অবশ্যই জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হোন।”
নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, “সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। আজ যে সড়ক নিরাপত্তা শিক্ষা গ্রহণ করেছেন, তা শুধু নিজে নয়— পরিবার ও সমাজেও ছড়িয়ে দিন। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।”
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে সড়ক নিরাপত্তা সম্পর্কে বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা গ্রহণ করে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
