জনগণের মুক্তির জন্য চাই আদর্শের পরিবর্তন: ফয়জুল করিম

“শুধু ক্ষমতার পালাবদল নয়, প্রকৃত মুক্তির জন্য দরকার আদর্শের পরিবর্তন।” ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

মুন্সিগঞ্জ শহরের উত্তর কোটগাঁও এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বৃহৎ গণসমাবেশে বৃহস্পতিবার দুপুর ২টায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী।

গণসমাবেশে উত্থাপিত ৫ দফা দাবি
১. জুলাই সনদের আইনি ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা।
২. উভয় কক্ষে PR (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা।
৩. সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. পূর্ববর্তী গণহত্যার বিচার সম্পন্ন করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব কে. এম. আতিকুর রহমান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে. এম. বিল্লাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা মাহমুদুল হাসান সুমন দেওয়ান, এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নানান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামভিত্তিক আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা। তারা তৃণমূল দায়িত্বশীলদের আহ্বান জানান— জনগণের মুক্তি ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় নিজেদের সর্বস্ব উৎসর্গ করতে হবে।

সমাবেশে জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁরা পাঁচ দফা দাবি বাস্তবায়ন, ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং আদর্শিক পরিবর্তনের মাধ্যমে জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *