আজ শুক্রবার ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা এই দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার যে ঐক্য সূচিত হয়েছিল, তা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং দল-মত নির্বিশেষে সকলকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া ৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, বিপ্লব ও সংহতির চেতনা হলো দেশপ্রেম ও জনগণের অধিকার নিশ্চিত করা। তিনি ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, “বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা আমাদের অনুপ্রাণিত করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমাজ গঠনে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।” তিনি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এই চেতনাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া পৌর জামায়াতের আমীর এনামুল হক সহ জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দরা।
আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া ৩ সদর আসনের রুকনগন অংশগ্রহণ করেন।
