রংপুর-৪: বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার মন্তব্যে বিতর্কের ঝড়

মুশফিকুর রহমান:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রকাশিত তালিকায় পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে প্রার্থী হিসেবে স্থান পান এমদাদুল হক ভরসা।

তবে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একই আসনের এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেন ও তার দলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
গত ৬ নভেম্বর দেয়া সেই সাক্ষাৎকারে এমদাদুল হক ভরসা বলেন—

“এনসিপি যে একটা দল আছে কিনা আমি জানি না, আমি কিছুদিন আগে শুনেছি যে এনসিপি একটা দল গঠন হয়েছে। তার যে বর্তমান ক্যান্ডিডেট আছেন আখতার সাহেব, আমি এখনো ওনাকে দেখিও নাই, ওনার সাথে আমার কথাও হয় নাই।”

কিন্তু পাওয়া চিত্র বলছে অন্য কথা, চলতি বছরের ৯ জুন ২০২৫ তারিখে “সম্প্রীতি ও ঐক্য সমাবেশ ও নবীনবরণ” শিরোনামের এক অনুষ্ঠানে এমদাদুল হক ভরসাকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা এটিএম আজম খান এবং এনসিপির প্রার্থী আখতার হোসেনের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায়।
এমনকি সেই মঞ্চে ভরসা ও আখতার হোসেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলাপ ও হাস্যরসও ধরা পড়ে ক্যামেরায়।

বিএনপির মনোনয়নের ‘গ্রীন সিগন্যাল’ পাওয়ার মাত্র তিন দিন পরই এমদাদুল হক ভরসার এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা।
রংপুরের এনসিপি নেতা রাকিবুল হাসান তৌফিক ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন-

“হারাগাছ মেডিকেলের চিকিৎসা সেবা উন্নত হলে আজ এ দিন দেখা লাগতো না! উন্নত চিকিৎসার জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয় রাজনৈতিক মহল বলছে, ভরসার বক্তব্য ও অতীত ঘটনার অসঙ্গতি রংপুর-৪ আসনে নতুন এক রাজনৈতিক উত্তাপের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *