ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজার নির্বাচনী পোস্টার ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেইজে ছেঁড়া পোস্টারের ছবি পোস্ট করেন আমির হামজা।
পোস্টে তিনি লেখেন, ‘জুলাই পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও হানাহানি কাম্য নয়। আমি অনুরোধ জানাবো! আমরা রাজনৈতিক প্রতিহিংসা মূলক কাজগুলো পরিহার করি। ভালো কাজের মাধ্যমে প্রতিযোগিতা করে নির্বাচিত হওয়ার চেষ্টা করি।’
তিনি আরও বলেন, ‘এসব প্রতিহিংসামূলক কর্মকান্ড কোনো দলের কর্মীরাই যেনো না করে এমন নির্দেশনা এমপি প্রার্থীদের দেওয়া উচিত বলেই মনে করি। আমরা যেই নির্বাচিত হই না কেনো পরস্পর ভালো সম্পর্কের ভিত্তিতেই কুষ্টিয়াকে একটি উন্নত শহর হিসাবে গড়ে তুলবো এই প্রত্যাশা আমি রাখি।’
