চাপ প্রয়োগ করা হচ্ছে সব দলকে ঐক্যমতে আসার, এটা এক ধরনের ব্ল্যাকমেইল: মির্জা ফখরুল

বিদেশ থেকে কিছু পন্ডিত এসে কমিশন করে সাধারণ মানুষ বোঝে না এমন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ নভেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ে রায়পুর ইউনিয়নে ভাওলার হাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে সরকার। এক বছর সংস্কার বিষয়ে বিভিন্ন আলাপ-আলোচনা করেছি আমরা। বৃষ্টির মাঝে ছাতা হাতে সংসদ ভবনে গিয়ে স্বাক্ষরও করেছি। কিন্তু স্বাক্ষরের পর আমাদের প্রস্তাবগুলো পরিবর্তন করা হয়েছে। এটা জাতির সঙ্গে প্রতারণা। এখন চাপ প্রয়োগ করা হচ্ছে সাত দিনের মধ্যে সকল দল ঐক্যমতে আসার, এটা এক ধরনের ব্ল্যাকমেইল।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিছু দল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে কারণ তারা নির্বাচনকে ভয় পায়। তাই স্পষ্ট করে বলতে চাই আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির এক দিন নির্বাচন পেছালে জনগণ তা মেনে নেবে না।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *