রংপুর কারমাইকেল কলেজে ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে “তারুণ্যের মেলা-২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হয়েছে।
মেলায় কলেজের বিভিন্ন বিভাগ ও ক্লাব অংশগ্রহণ করে স্টল ও প্রদর্শনী উপস্থাপন করে। শিক্ষার্থীরা হাতে তৈরি পণ্য, বিজ্ঞান-প্রযুক্তি প্রকল্প, চিত্রকলা, হস্তশিল্প এবং সাহিত্যচর্চা প্রদর্শন করেছে।
মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী নিজের প্রতিভা উন্মোচন করুক।”
মেলায় স্থানীয় নাগরিক ও শিক্ষার্থী পরিবারের সদস্যরা অংশ নিয়ে আনন্দঘন পরিবেশ তৈরি করেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কলেজ প্রশাসন জানিয়েছে, মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বিনোদনসহ বাস্তব জীবনের সমস্যা সমাধানে সৃজনশীল চিন্তাধারাও অর্জন করেছে।
