চবি উপাচার্যের সঙ্গে পাকিস্তানের দুই প্রফেসরের সৌজন্য সাক্ষাৎ

চবি প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় চবি উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের ইউনিভার্সিটি অব দ্য পাঞ্জাবের ওরিয়েন্টাল কলেজের ইনস্টিটিউট অব উর্দু ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারের প্রফেসর ড. বশিরা আমব্রিন এবং লাহোরের ইউনিভার্সিটি অব এডুকেশনের প্রফেসর ওয়াহিদুর রহমান। এর আগে আগত অতিথিরা চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় দুই দেশের মধ্যে যৌথ গবেষণা এবং ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। অনেকগুলো দেশের সাথে যৌথভাবে আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণামূলক কাজ করছে। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন দিক তুলে ধরেন। আগত অতিথিরা যৌথভাবে গবেষণামূলক কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ.কে.এম. মাহফুজুল হক (মাহফুজ পারভেজ), চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও চবি অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা আক্তার এবং পাকিস্তান হাই কমিশনের এসিস্ট্যান্ট প্রোটোকল অফিসার মো. আনোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *