জবি ছাত্রীসংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী হিজাব বিতরণ কর্মসূচি

জবি ছাত্রীসংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী হিজাব বিতরণ কর্মসূচি‘মডেস্ট গ্লো মিশন’ স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছে দুই দিনব্যাপী হিজাব বিতরণ কর্মসূচি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শুরু হওয়া এই কর্মসূচি চলমান থাকে বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত।

আয়োজকরা বলেন, ১০ তারিখ সকাল থেকে ১১ তারিখ সকাল পর্যন্ত রেজিষ্ট্রেশনের সময় দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে রেজিষ্ট্রেশন করেন এক হাজার পনেরজন শিক্ষার্থী। যাদের মধ্যে বেশির ভাগ শিক্ষার্থী আজ হিজাব সংগ্রহ করেছেন। যারা এখনও সংগ্রহ করেননি, তাদের কাছেও আমরা হিজাব পৌঁছে দেব।

কর্মসূচির বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন বলেন, “যেসব আপুরা পর্দা করেন এবং যারা করেন না, উভয়ই আমাদের থেকে হিজাব সংগ্রহ করেছেন। আমরা আসলে এই বার্তা দিতে চাই যে, হিজাব আসলে আমার উন্নতি বা অগ্রগতির অন্তরায় নয় বরং সুরক্ষা। আমরা হিজাবের প্রতি নারী শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে চাই এবং তাদের মধ্যে থাকা হিজাব নিয়ে নেতিবাচক ধারণা দূর করতে চাই। এজন্যই আমাদের এই কার্যক্রম। আলহামদুলিল্লাহ, অনেক সাড়া পাচ্ছি।”

আরেক নেত্রী বলেন, “আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য ছিল নারী শিক্ষার্থীদের কাছে দাওয়াত পৌঁছানো। এই কর্মসূচি আমাদের দাওয়াতি কাজের অংশ। আমরা আনন্দিত যে আমাদের এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যাপক সাড়া দিয়েছেন। আমরা এক হাজারের বেশি নারী শিক্ষার্থীর কাছে এই কর্মসূচির মাধ্যমে পৌঁছাতে পেরেছি।”

কর্মসূচি থেকে হিজাব সংগ্রহ করা অর্থনীতি বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী গাজী সামিয়া অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি এ ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানাই। এখানে মডেস্টি প্রচার করা হচ্ছে। একই সঙ্গে এখান থেকে আমাদের মধ্যে কানেক্টিভিটি বাড়ছে। ক্যাম্পাসে আসতে এই প্রোগ্রামগুলো আমাদের উৎসাহ দেয়। আমি মনে করি, এ ধরনের প্রোগ্রাম সব সংগঠনেরই আয়োজন করা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *