আশুলিয়ায় বাসে আগুন,চিৎকার কতে কয়েক রাউন্ড গুলি

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলেছেন, ভোরে একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে হঠাৎ বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বাসচালক সাত্তার বলেন, রাতে বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নামি। তখন দেখি চারজন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। আমি চিৎকার শুরু করলে তারা ফাঁকা মাঠে কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এতে তার হাঁটুতে আঘাত লাগে বলেও জানান তিনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যায়। প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, আমার একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই বাসটি। কে বা কারা আমার এত বড় ক্ষতি করল জানি না। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি যেন আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।

স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময় আশুলিয়ায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তদন্তসাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *