ছাত্রশিবিরের কর্মসূচিকে ছাত্রলীগের মিছিল বলে প্রচার

আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে লকডাউন কর্মসূচি সমর্থনে রাজাধানীর গুলিস্তানে ছাত্রলীগের মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার বলছে, এটি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচির ভিডিও।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি রাজাধানীর গুলিস্তানে ছাত্রলীগের কোনো মিছিলের দৃশ্য নয়।

প্রকৃতপক্ষে,গত ১১ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচির ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘Boishakhi Tv’-এর ইউটিউব চ্যানেলে গত ১১ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৩ মিনিট সময়ের দীর্ঘ এই মূল ভিডিওর শুরুর অংশের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়।

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গত ১১ নভেম্বর (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচিতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন।

যেখানে নেতৃবৃন্দ শারীরিক সুস্থতা ও তরুণসমাজের সচেতনতার গুরুত্বের ওপর জোর দেন।

অর্থাৎ এটি আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সমর্থনে গুলিস্তানে ছাত্রলীগের মিছিলের দৃশ্য নয়। সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচির ভিডিওকে গুলিস্তানে ছাত্রলীগের সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *