নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে রাকসুর লাঠি হাতে অবস্থান

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে লাঠি হাতে গণজমায়েত করেছেন রাকসুর নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে রাকসুর উদ্যোগে এই জমায়েত অনুষ্ঠিত হয়।

রাকসুর নেতারা জানান, তারা আনন্দঘন পরিবেশে অবস্থান নিলেও রাতে বিভিন্ন গেইটে গ্রুপভিত্তিক অবস্থান করবেন।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠন আগামীকাল (১৩ নভেম্বর) নৃশংস কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়েছে। সেই আশঙ্কায় আমরা রাত ৯টা থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। ১৬ জুলাই যেভাবে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছিল, ঠিক সেভাবেই এবারও আমরা তাদের প্রবেশ ঠেকাবো।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, আওয়ামী লীগ যতবার নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করবে, আমরা ততবারই ১৬ জুলাইয়ের মতো লাঠি হাতে দাঁড়াবো। কেউ যদি ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয় দেয়, তবে খারাপ কিছু হতে পারে। জুলাইয়ে যেমন লাঠির দ্বারাই তারা ক্যাম্পাস ছেড়েছিল, এবারও তাই হবে।

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সায়েদা হাফসা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা আজ এখানে একত্র হয়েছি। আমরা চাই ক্যাম্পাস সব সময় নিরাপদ থাকুক এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখানে প্রবেশ না করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *