বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার বিষয়ে হাইকোর্টের রায়কে জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধার বলে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা। এ উপলক্ষে জেলা আমীর মাওলানা রেজাউল করিম মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তিতে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “হাইকোর্ট বাগেরহাটের চারটি আসন বহাল রাখার যে রায় দিয়েছে, তা জেলার মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে।” তিনি উল্লেখ করেন, আসন কর্তনের প্রস্তাবের পর থেকেই জামায়াত জনগণের পাশে থেকে প্রতিবাদ ও আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।
মাওলানা রেজাউল করিম জানান, আসন কর্তনের প্রতিবাদে জামায়াতের উদ্যোগে মিছিল, হরতাল, মানববন্ধন, সভা-সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি, আইনি লড়াইয়েও দলটির সক্রিয় ভূমিকা ছিল। সর্বদলীয় কমিটির সিদ্ধান্তে ব্যারিস্টার জাকির হোসেনের নেতৃত্বে দাখিল করা রিট পিটিশনের যৌথ আবেদনকারীদের একজন ছিলেন জেলা আমীর নিজেও।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে, গাজীপুরের পক্ষে মামলাটিতে আইনজীবী হিসেবে এডভোকেট শিশির মনির যুক্ত ছিলেন। এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন,“এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
তিনি সবাইকে আহ্বান জানান, বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজব না ছড়িয়ে দায়িত্বশীল আচরণ বজায় রাখা
বাগেরহাট প্রতিনিধি
