চাঁদপুর-২ আসনের জন্য এনসিপির মনোনয়ন কিনলেন মিরাজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে চাঁদপুর-২ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চাঁদপুর-২ আসনটি মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ড. মো. জালাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মোবিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমেদ সাকী।

মোহাম্মদ মিরাজ মিয়া ১৯৯৮ সালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নন্দীখোলা গ্রামে জন্ম নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি লেখালেখি ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা তার আগ্রহের বিষয়।

মিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, হাউস অব ডিবেটরস, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মতলব ইত্যাদি সংগঠনেও দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *