কুষ্টিয়ায় জামায়াতসহ ৮ ইসলামী দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের দাবীতে আন্দোলনরত ৮ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় কুষ্টিয়ার চৌড়হাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মজমপুর গেট হয়ে পৌরসভার সমানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ¦ আহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, জামায়াতের খোকসা কুমারখালী আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসেন, মিরপুর ভেড়ামারা আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান, বক্তব্য রাখেন মাওলানা তৌহিদুল ইসলাম, ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য আন্দোলনরত ৮ টি দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গনতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *