ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চারগ্রাম ঈদগাহ মাঠে ধানের শীষের প্রার্থী এম এ মান্নানকে ঘিরে অনুষ্ঠিত মতবিনিময় সভা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনার।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টা, নারায়নপুর চারগ্রাম ঈদগাহ মাঠে আয়োজন করা হয় এ মতবিনিময় সভার। অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ধানের শীষ প্রতীক পাওয়া প্রার্থী এম এ মান্নানের চারগ্রামের কর্মীসংঘ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির মনোনয়ন পাওয়ার পর এম এ মান্নান আওয়ামী লীগ পদধারী বেশ কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে এ সভায় অংশ নেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং জাতীয়তাবাদী আদর্শের কর্মীদের মধ্যেও দেখা দিয়েছে অসন্তোষ।
সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, “আজকের প্রোগ্রামে আওয়ামী লীগের পদধারী নেতারা এসেছেন মান্নান সাহেবের আমন্ত্রণে। বিষয়টি আমাদের ব্যতিত করছে। আমরা দলকে ভালোবেসে তার সভায় এসেছি, কিন্তু আওয়ামী লীগের উপস্থিতি আমাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।”
এ ঘটনায় স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এটিকে কৌশলগত রাজনৈতিক যোগাযোগ হিসেবে দেখলেও অনেকে তা দলের আদর্শের পরিপন্থী বলে মন্তব্য করছেন
