শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিশু বিভাগ থেকে কামিল পর্যন্ত সব শ্রেণির পাঠদান কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। একই সঙ্গে আলিম দ্বিতীয় বর্ষের চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক–শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে উপস্থিত থাকারও অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দিনব্যাপী চার দফা দাবিকে কেন্দ্র করে মাদরাসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেতন বৃদ্ধি, অতিরিক্ত পরীক্ষার ফি, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং স্কলারশিপ চালুর দাবিতে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে ছাত্র–শিক্ষক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া যায়।

ঘটনার পর গভর্নিং বডির প্রধান ড. কোরবানি আলী সন্ধ্যায় মাদরাসায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষক—আতিকুর রহমান, সিবগাতুল্লাহ ও কামরুল ইসলাম—কে সাময়িকভাবে বহিষ্কারের নির্দেশ দেন। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা এসময় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান। এ ঘটনার পর মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিকভাবে ক্লাস ও পরীক্ষা স্থগিতের নোটিশ প্রকাশ করা হয়।

অধ্যক্ষ ডা. হেফজুর রহমান বলেন, “ঘটনার সকল দিক পর্যালোচনা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *