আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২৩ সশস্ত্র যোদ্ধা নিহত

খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এই অভিযান চালানো হয়। সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানি তালেবান বা তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য ছিল।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আফগান সীমান্তের কাছে দুটি অভিযানে ২৩ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এই অভিযান চালানো হয়। সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানি তালেবান বা তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য ছিল। তাদের মদদ দেয়ার জন্য ভারতকে অভিযুক্ত করেছে সেনাবাহিনী।

ইসলামাবাদ নিয়মিতভাবে কাবুলের বিরুদ্ধে উগ্রবাদী গোষ্ঠীগুলোকে, বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আশ্রয় দেয়ার অভিযোগ করে আসছে। এই গোষ্ঠীগুলো পাকিস্তানে ভয়াবহ হামলা চালায়।

সাম্প্রতিক মাসগুলোতে ভারতের দিকেও একই ধরনের অভিযোগের তীর ছুঁড়েছে পাকিস্তান। তবে উভয় প্রতিবেশী দেশই এ ধরনের কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে।

গত সপ্তাহে ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হওয়ার পর এই অভিযান চালানো হয়। পাকিস্তান দাবি করেছে, এই হামলা আফগানিস্তান থেকে পরিকল্পনা করা হয়েছে। পাকিস্তানি তালেবানের একটি অংশ এই হামলার দায় স্বীকার করেছে।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে। গত মাসে সীমান্তে সপ্তাহব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। দুই দেশের সীমান্ত এখনো বন্ধ রয়েছে।

সূত্র : এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *