ঠাকুরগাঁও সীমান্তে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি, মোঃ আবু সুফিয়ান বাবু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালডাংগী সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে আব্দুস সালাম বাদল (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজিবি জানায়, গতকাল ২০ নভেম্বর ২০২৫, সকাল ১১টা ৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে মশালডাংগী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোঃ আব্দুস সালাম বাদল, পিতা— মোঃ ইয়াসিন আলী, গ্রাম— জামুন মশালডাংগী, থানা— হরিপুর, জেলা— ঠাকুরগাঁওয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে জব্দকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য আলামতসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *