ঠাকুরগাঁও প্রতিনিধি, মোঃ আবু সুফিয়ান বাবু
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালডাংগী সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে আব্দুস সালাম বাদল (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বিজিবি জানায়, গতকাল ২০ নভেম্বর ২০২৫, সকাল ১১টা ৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে মশালডাংগী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ আব্দুস সালাম বাদল, পিতা— মোঃ ইয়াসিন আলী, গ্রাম— জামুন মশালডাংগী, থানা— হরিপুর, জেলা— ঠাকুরগাঁওয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে জব্দকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য আলামতসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
