ঢাকা ২ আসনে জামায়াতের মোটর শোডাউন ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সারোয়ার হোসেন, ঢাকা জেলা দক্ষিণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানের নেতৃত্বে প্রায় ০৮ শতাধিক মোটরসাইকেল ও হাজারের বেশি নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী জনসভা পূর্বক আসন ঘিরে একটি বিশাল শোডাউন করা হয়।

২১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় কেরানীগঞ্জ উপজেলার শ্যামল বাংলা রিসোর্ট থেকে শুরু হয়ে মোটরসাইকেল শোডাউনটি তারানগর, হযরতপুর, রোহিতপুর, বাস্তা, শাক্তা হয়ে সাভারের আমিনবাজার ও হেমায়েতপুর তেঁতুলজোড়া ইউনিয়নের শ্যামপুর ক্লাবমাঠে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে বিকাল ৪ টায় সাভার থানা আমির মুহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং তেঁতুলজোড়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আমিনুল হকের সঞ্চালনায় উক্ত মাঠে নির্বাচনী জনসভা আরম্ভ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা আমির
মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা ঢাকা ০২ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রার্থী
ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম। সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান। যুব বিষয়ক সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা আমির আব্দুর রহিম মজুমদার। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলার সভাপতি মাহবুবুর রহমান সিয়াম ও সেক্রেটারি আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্য। বায়ুতুলমাল সম্পাদক ইব্রাহীম মাহমুদ। কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার সভাপতি রাকিব শেখ প্রমুখ।

এসময় প্রধান বক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, বাংলাদেশের মুক্তিকামী জনগন যে ন্যায্য অধিকারের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশ গহণ করেছিল বিজয় লাভেরপর ভারতের ও ক্ষমতালোভী আওয়ামী লীগের চক্রান্তের কারণে সেই ন্যায্য অধিকারের বদলে একদলীয় বাকশালি শাসন ও শোষণ পেয়েছে।

তিনি আরো বলেন, ক্ষমতালোভী দলগুলো মিথ্যা আশ্বাস ও প্রতারণার মাধ্যমে দীর্ঘ ৫৪ বছর এইদেশকে লুটেপুটে খেয়েছে। ফলে আজ বহিঃবিশ্বের সাথে আমাদের বিশাল দূরত্ব সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে তরুণ ও যুব সমাজকে নিয়ে দেশের সকলস্তরকে পুনঃ গঠিত করেন দূর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *