ফরিদগঞ্জে দাঁড়িপাল্লার প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজীর বিশাল শোডাউন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জেলা শাখার আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সমর্থনে দাঁড়িপাল্লার সমর্থকরা বিশাল মোটর শোডাউন করেছেন। র‌্যালি চলাকালে প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। একই সঙ্গে জামায়াতের সমর্থনে কালেমার পকাতা, জাতীয় পতাকা ও জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক উড়িয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল ও গাড়িযোগে নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। সেখান থেকে কয়েক হাজার সমর্থকদের নিয়ে সাংগঠনিক শৃঙ্খলা মেনে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার উদ্দেশ্যে মোটরসাইকেল র‌্যালিটি শুরু হয়।

‎এর আগে বিল্লাল হোসেন মিয়াজী সাংবাদিকদের বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে আগামীর বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের স্থান হবে না। শান্তিপূর্ণ সমাজ ও মানুষের অধিকার পূরণে জামায়াতের নেতাকর্মীরা ইতোমধ্যে গুরুত্বের সাথে ভূমিকা রেখেছে। রাজনীতির পরিচয়ে অনেক নেতাকর্মীরা যখন মানুষকে নানাভাবে হয়রানি করেছে, ঠিক সে সময়ে আমাদের নেতাকর্মীরা পাহারাদারের মতো মানুষের পাশে থাকার কারণে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য কমে এসেছে। যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করবে, তাদের এই দেশে থেকে বিতাড়িত করা হবে।

‎তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা লক্ষ করেছি নারীদের নিয়ে কুচক্রী মহল বিভিন্ন গুজব ছড়াচ্ছে। জামায়াত ইসলামী নাকি নারীদের ঘর থেকে বের হতে দিবে না, এ কথা সম্পূর্ণ গুজব ও কুচক্রী মহলের উদ্দেশ্যপ্রণোদিত প্রচার। প্রকৃতপক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমরা নারীদের ঘরে বসিয়ে রাখবো না। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের নিজ পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করবো। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকবো।

‎র‌্যালিতে সংগঠনের উপজেলা আমির মাওলানা ইউনুছ হেলাল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, পৌর জামায়াত ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *