রাবি প্রতিনিধি, হাফিজুর রহমান
৪৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে আবারও রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার দুপুর সোয়া দুইটা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করে আন্দোলন করেন তারা৷
জনভোগান্তির বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থী নোমান বিন নজরুল নগর বার্তাকে বলেন, যাত্রীদের মধ্যে আমাদেরই ভাই বোন মা বাবা আছে৷ আমরা জন দূর্ভোগ চাচ্ছি না, এটা কার-ই কাম্য নয়৷ জন দূর্ভোগ আমরা তৈরি করছি না,এটা পিএসসি এবং সরকার তৈরি করছে৷
তিনি আরও জানান, পিএসসি যতক্ষণ পর্যন্ত না পজিটিভ সিদ্ধান্ত না নিচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি পালন করবাে।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম লাবনী বলেন, আমরা ৪৭তম বিসিএসের প্রিলির পরে ৫০ দিনেরও কম সময় পাচ্ছি লিখিত পরীক্ষার জন্য। এর আগে যতগুলো বিসিএস হয়েছে সেগুলোর কোনোটাতে এত কম সময় দেওয়া হয়নি৷ পিএসসি’র উদ্দেশ্য ভালো, কিন্তু তারা একটা ব্যাচের উপর চাপ প্রয়োগকরে কেন সময় কমিয়ে নিয়ে আসতে চাচ্ছে?
তিনি আরও জানান, আমাদের বেশি সময় না দেওয়া হলেও একটি যৌক্তিক সময় দেওয়া হোক৷ যাতে আমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাই৷ এখন লিখিতের জন্য আমাদের যদি সময় না দেওয়া হয় তাহলে আমরা কষ্ট করে যে প্রিলি দিয়েছি সেটা পুরাটাই বৃথা যাবে৷
উল্লেখ্য, এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল টিম এবং রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়৷ কিন্তু, পিএসসি থেকে কোনাে সাড়া না পেয়ে তারা আজও রেললাইন অবরোধ করেছে।
