কুষ্টিয়া-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলকুষ্টিয়া-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলকুষ্টিয়া-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল
ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) এমপি প্রার্থী মনোনয়ন পরিবর্তন করার দাবীতে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি ও কুমারখালী পৌরসভার সাবেক চারবারের মেয়র আলহাজ্ব নরুল ইসলাম আসছার প্রমানিকের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৩ নবেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় কুষ্টিয়া জেলার কুমারখালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থনবৃন্দের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কুমারখালী শহরের হলবাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক দিয়ে বাস স্টান্ড হয়ে পূনরায় হলবাজারের বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় নরুল ইসলাম আসছার প্রমানিকের সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
উল্লেখ্য, কুষ্টিয়া-৪ আসনে প্রাথমিকভাবে বিএনপির এমপি প্রার্থীর মনোনয়ন পেয়েছে সাবেক এমপি ও বচেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এই মনোনয়ন ঘোষনার পর থেকেই কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক ও শেখ সাদী গ্রুপের তৃণমূল নেতা কর্মীরা মনোনয়ন পরিবর্তন করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
