দল বা জোটের সিদ্ধান্ত যাই হোক, পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী থাকবে: হাসান মামুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের সিদ্ধান্ত যাই হোক না কেন, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির নিজস্ব প্রার্থী থাকবেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হাসান মামুন।

গতকাল শনিবার বিকেল ৪টায় দশমিনার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নোমান মাস্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসান মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি ওহাব হোসেন চৌধুরী, রুহুল আমিন মোল্লা, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধান বক্তা ফখরুজ্জামান বাদল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহবুব ফরায়জি, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক রতনসহ বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্যে হাসান মামুন বলেন, দশমিনা-গলাচিপা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৫ বছর নির্যাতন-নিপীড়ন সহ্য করে সংগঠনকে শক্তিশালী রেখেছেন। তিনি বলেন, “এই আসন যেন-তেন কারো হাতে যেতে পারে না। বিএনপির কর্মীদের ত্যাগ–তিতিক্ষার প্রতিদান হিসেবে এ আসনে বিএনপির প্রার্থী থাকবে।”

ইসলামি আন্দোলন বাংলাদেশ, গণফোরাম ও গণঅধিকার পরিষদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “প্রতিটি দলকে নিজেদের যোগ্যতায় নির্বাচন করতে হবে। বিএনপি কখনো এসব দলকে সমর্থন বা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়নি।”
তিনি আরও বলেন, “যাদের কথাবার্তা ও কাজের মিল নেই, দিনে এক কথা আর রাতে আরেক কথা বলে—এমন নেতাদের হাতে জনগণের ভাগ্য ছেড়ে দেওয়া যাবে না। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই জাতীয়তাবাদী আদর্শ থেকে আমাদের বিচ্যুত করতে পারবে না।”

জনসভায় তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, “আল্লাহর রহমতে পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী থাকবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *