বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ,গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৭

ঝিনাইদহ সদরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

গতকাল রোববার (২৩ নভেম্বর) বিকেলে ৫টার দিকে সদরের হারানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটিতে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দোগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের এলাকায় রাজনৈতিক আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে হারানঘাট গ্রামে নজরুল ইসলাম এর সমর্থক মিঠু বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের সমর্থকরা। পরে জেলা শহরে বিএনপির মিটিং শেষ করে বিকেল ৫টার দিকে সিরাজ বিশ্বাসের সমর্থক গোলাম ফারুক ও রকিবুল ইসলাম বাড়ি ফিরছিল।

পথিমধ্যে হারানঘাট গ্রামে পৌঁছালে নজরুল ইসলামের সমর্থকরা তাদের ধওয়া করে। সে সময় তারা একটি বাড়িতে আশ্রয় নিয়ে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে সাহায্য চাই। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গাড়িতে তুলে নজরুল ইসলামের সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা করে। এ সময় তারা গাড়ির ভেতরে ও পরে নামিয়ে গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং পুলিশের পিকআপ গাড়ি ভাঙচুর করে। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *