ভূমিকম্প আতঙ্কের জন্য বিশ্ববিদ্যালয় থেকে মাগুরা গামী বাসের শিক্ষার্থীদের দয়াগঞ্জ মোড়ে সহকারী সার্জেন্ট কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীর উপর হামলা ঘটনা ঘটেছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সহকারী সার্জেন্টের বাগবিতণ্ডা হলে তারা শিক্ষার্থীদের উপর হামলা করে।
জানা যায়, এতে ২ জন গুরুতর আহতসহ ৫ জন হামলার শিকার হন। তারা হলেন তালহা জুবায়ের প্রিয়ম, আলামিন হোসেন, সুহাইল,মোহন, মোসাব্বির, চৈতি।
হামলার শিকার সিএসই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলেন, আমাদের বাস দয়গঞ্জ মোড়ে ট্র্যাফিক এ ছিল,আমাদের বাস এর কিছু বড় ভাইরা ট্র্যাফিক এ দায়িত্বরত কয়েকটা ছেলেদের বলছে যে বাস টা ছেড়ে দিতে,তারা বাস ছেড়ে দেয়ার পর হঠাৎ আমাদের ভাইদের উপর আক্রমণ করে। পড়ে আমরা বাস থেকে নেমে তাদের কে সেভ করতে গেলে আমাদের উপরেও আক্রমণ করে। আমি গিয়ে দেখি আলামীন ভাই কে মারতেছে,তো আমি ঠেকাতে গিয়েছিলাম,আমাকেও মারছে। তারা পুলিশ এর লাঠি নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে,আর পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিল।
হামলার শিকার একাউন্টটিং বিভাগের২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন হোসেন বলেন, আমাকে সহ ৪/৫ জনকে হামলা করে। ব্লাক হুডি পরা লোকটি আমাদের পুলিশের লাঠি কেড়ে নিয়ে মারধর করে। আমাকে সহ সোহান ভাই, সোহাইল, আলামিন, মিনু আপু হামলার শিকার হন। যেখানে পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে।
