পাবনা প্রতিনিধি, মতিউর রহমান:
পাবনার ঐতিহ্যবাহী শহীদ বুলবুল সরকারি কলেজের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে ১২ দফা দাবীতে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শহীদ বুলবুল সরকারি কলেজ শাখা।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে শাখা সেক্রেটারি জুয়েল রানার পরিচালনায় আট সদস্যের একটি প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহেজ উদ্দিনের কাছে এই স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত শাখা সভাপতি নাহিদ উল করিম বলেন, কলেজের বেশ কিছু বিষয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু সমস্যা গুলোর সমাধান হচ্ছে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার সমৃদ্ধ কোনো ক্যান্টিন এবং ক্যাম্পাসে নিরাপত্তার সার্থে বহিরাগত প্রবেশ নিষেধ এবং সম্পূর্ণ ক্যম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনার প্রয়োজন মনে করছি।
তিনি আরো বলেন, শহীদ বুলবুল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের পক্ষ হতে কলেজ প্রশাসনের কাছে ১২ দফা পেশ করেছি। আশা করি কলেজ প্রসাশন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় নানাবিধ সংকট কাটিয়ে উঠব।
উল্লেখযোগ্য সমস্যা ও প্রস্তাবনা সমূহ হলো;
১. জুলাই আন্দোলনের স্মৃতি ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে কলেজের দুই ভবনের নাম যথাক্রমে “শহীদ জাহিদ ভবন” এবং”শহীদ নিলয় ভবন” নামে নামকরণ করা। ২. শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের যানবাহন রাখার জন্য উপযুক্ত পার্কিং শেড নির্মাণ। ৩. কলেজ প্রাঙ্গণে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার সমৃদ্ধ একটি আধুনিক ক্যান্টিন প্রতিষ্ঠা। ৪. ছাত্রী কমনরুমসহ কলেজের বিভিন্ন ফ্লোরে স্থাপিত পানির ফিল্টারসমূহ দ্রুত মেরামত করে ব্যাবহার উপযোগী করা। ৫. নিরাপত্তার সার্থে উভয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ এবং সম্পূর্ণ ক্যম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনা। ৬. ছাত্র ও ছাত্রী কমনরুমের যথাযথ সংস্কার করে সকলের ব্যাবহারের জন্য উন্মুক্ত করা। ৭. উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে রুটিনে আরও ধারাবাহিকতা ও কার্যকারিতা আনা। ৮. অনার্স ও ডিগ্রী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা। ৯. যথাযথ ফান্ডিং এবং তত্ত্বাবধানের মাধ্যমে কলেজের ক্লাব সমূহের কার্যক্রম বৃদ্ধি করা। ১০. প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা এবং উচ্চমাধ্যমিকের নবীনবরণে তাঁদের আমন্ত্রণ করা। ১১. শ্রেণিকক্ষ স্বল্পতা নিরসন এবং শিক্ষার্থীদের জন্য আবাসিক হল সুবিধা প্রবর্তনে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। ১২. ক্যাম্পাসে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিত করা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহেজ উদ্দিন স্মারকলিপি গ্রহণ করে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো পর্যালোচনা করে বাস্তবায়নের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, কলেজের সামগ্রিক পরিবেশ উন্নয়নে কলেজ প্রশাসন ইতোমধ্যেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং বেশকিছু উন্নয়ন মূলক কাজ এখনো চলমান রয়েছে, ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, উল্লেখিত সমস্যা সমাধানে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক ক্যাম্পাস গড়ে উঠবে।
