ঠাকুরগাঁও প্রতিনিধি, মোঃ আবু সুফিয়ান বাবু
ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও এলাকায় কন্ট্রাক্টর পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি রাস্তা পাকা করে দেওয়ার আশ্বাস দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ছোট রাস্তাঘাট নির্মাণের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন। এমনকি কয়েকটি বাড়িতে তিনি অতিথি হিসেবেও আপ্যায়িত হন।
পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। এক পর্যায়ে তাকে আটক করে রাখা হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
