পাবনায় এনজিও কর্মী নিখোঁজ, চিরকুটে লেখা ৩ লক্ষ টাকা রেডি রাখবেন

পাবনা বেড়া মানব মুক্তি সংস্থার ফিল্ড অফিসার রায়হান আলী ( রাজু) নামে এনজিও কর্মী নিখোঁজ হয়েছে,নিখোঁজ পর রাস্তার পাশে তার মটর সাইকেল ও ব্যাগ ও মোবাইল ফোন পাওয়া যায় । ব্যাগে এক চিরকুট পাওয়া যায় চিরকুটে লেখা ছিলো ৩ লক্ষ টাকা রেডি রাখবেন।

মঙ্গলবার (নভেম্বর) ধোপাদহ মহিলা সমিতির নিয়মিত ফিল্ড অফিসার হিসেবে টাকা তুলতে বেড় হয় রায়হান আলী।

নিখোঁজ রায়হান আলী(রাজু) সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

মানব মুক্তি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রায়হান প্রতিদিনের মত সেদিনও অফিস থেকে বের হন সদস্যদের থেকে সাপ্তাহিক টাকা তুলতে বেন হন। সেদিন তার লাস্ট কথা হয় দুপুর ১২:৩০ এ তার অফিসের ম্যানেজারের সাথে অফিশিয়াল বিষয়ে!কিন্তু তাদের বিকাল চারটার মধ্যে অফিসে এসে টাকা জমা দেওয়ার সময় যখন পার হয়ে যায় তখন তার অফিস থেকে প্রতি নিয়ত তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে রায়হান আলী ফোন রিসিভ করেন না।

পাবনায় এনজিও কর্মীকে অপহরণ, চিরকুটে লেখা ৩ লক্ষ টাকা রেডি রাখবেন

পরে তার অফিসের ম্যানেজার কে বিষয় টি জানানো হলে,, তিনি সাথে আরেক ফিল্ড অফিসার কে সাথে নিয়ে রায়হানের উদ্দেশ্য বের হন।কিন্তু যে কেন্দ্র গুলো নিখোঁজ রায়হানের দায়িত্ব ছিলো সেগুলোতে গিয়ে পায়নি বরং সেখান থেকে জানা যায় রায়হান সেই কেন্দ্র গুলো থেকে সদস্যদের থেকে ৬৩ হাজার ৮৭৫/- টাকা উত্তোলন করা হয়েছে। যেগুলো অফিশিয়াল তথ্যে পাওয়া গেছে।

পরে ধোপাদহ ইউনিয়নে সলঙ্গী গ্রামে আরেক কেন্দ্র যেটা রায়হানের আন্ডারে ছিলো,, সেই কেন্দ্রে যাওয়ার সময় রাস্তা থেকে সামান্য একটু দুরে একটা মোটরসাইকেল দাড় করানো দেখেন অফিসের ম্যানেজার।তিনি দেখে বুজতে পারে যে সেটা রায়হানের মোটরসাইকেল।সেখানে রায়হান নেই শুধু বাইক,অফিসের ব্যাগ,দুটো মোবাইল ফোন, তার মধ্যে একটা তার অফিশিয়াল বাটন ফোন,, একটা নিজস্ব স্মার্ট ফোন পাওয়া যায়। ম্যানেজার বলেন তার স্মার্ট ফোনের ডিসপ্লে ভাঙ্গা ছিলো। এবং ব্যাগে থাকা চিরকুটে লেখা ছিলো ৩ লক্ষ টাকা রেডি রাখবেন।

এবিষয়ে পাবনা সাঁথিয়া ও সিরাজগঞ্জ সদর থানায় পৃথক দুটি সাধারণ ডাইরী(জিডি) করা হয়েছে। সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেছেন,আমরা উদ্ধার করার চেষ্ঠা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *