চাদঁপুরে বিয়ের দিনে জামাইকে ওমরাহ প্যাকেজ উপহার দিলেন শ্বশুর

চাঁদপুর প্রতিনিধি মো: রবিউল আজম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নং উত্তর উপাদি ইউনিয়নের ডিংগাভাংগা গ্রামে আজ (২৭ নভেম্বর ২০২৫) এক অনন্য ও হৃদয়স্পর্শী ঘটনার মাধ্যমে বিয়ের আনন্দ আরও বেড়ে গেছে। কনের বাবা মোঃ মনিরুজ্জামান প্রধানিয়া তাঁর মেয়ের বিয়ের দিনে নবাগত জামাই জহির মনোয়ারকে বিশেষ ভালোবাসা ও দোয়া হিসেবে পবিত্র ওমরাহ প্যাকেজ উপহার দিয়েছেন।

মেয়ের নিজ বাড়িতেই এই উপহার তুলে দেন কনের বাবা। অনুষ্ঠানটি সুন্দর ও উষ্ণ পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা নবদম্পতির জন্য দোয়া করেন এবং পরিবারকে এ মহৎ উদ্যোগের জন্য অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সম্মানিত আমির আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি জুবাইর হোসাইন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৫নং উত্তর উপাদি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হোসেন শাহিন চৌধুরী সহ আরো অতিথি বিন্দু।

বাবার আবেগঘন বক্তব্য উপহার প্রদানকালে কনের বাবা মনিরুজ্জামান প্রধানিয়া আবেগঘন কণ্ঠে বলেন মেয়ের বিয়ে জীবনের সবচেয়ে বড় খুশির দিন। আমি চাই আমার মেয়ের নতুন জীবন আল্লাহর রহমত ও শান্তিতে ভরে উঠুক। আর আমার জামাই জহির মনোয়ার যাতে ইসলামের পথে, নেক পথে চলতে পারে—সেই কামনায় তাকে ওমরাহ প্যাকেজ উপহার দিয়েছি। আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবন সুখ-সমৃদ্ধিতে ভরিয়ে দেন।

অতীত স্মৃতি ও অনুভূতি বাবা আরও বলেন মিম ছোটবেলা থেকেই ভদ্র ও ধর্মপ্রাণ। ওর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিনে আমি ছিলাম পাশে। আজ বিয়ের দিনে তাকে বিদায় দেওয়ার সময় মনে হলো—কিছু একটা বিশেষ করতে হবে। সেই ভাবনা থেকেই এই উপহার। জীবনভর তারা আল্লাহর সন্তুষ্টির পথে থাকুক, এই দোয়াই করি।

অতিথিদের প্রতিক্রিয়া উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে ওমরাহ প্যাকেজ উপহার একটি ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ী উদ্যোগ। এটি যেমন ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে, তেমনি দাম্পত্য জীবনে সুখ, বরকত ও নেক কামনা নিয়ে আসে।

নবদম্পতি জহির মনোয়ার ও মারিয়া আখতার মীম–এর প্রতি সবার পক্ষ থেকে জানানো হয় আন্তরিক দোয়া ও শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *