ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান বাবু
বাউল শিল্পী আবুল সরকারের বি’রুদ্ধে পবিত্র কুরআন ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে অব’মাননাকর মন্তব্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে বি’ক্ষো’ভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন মসজিদের ইমাম, ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে একটি বি’ক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার যে ধরনের কটূক্তি করেছেন, তা কোনোভাবেই মুসলিম সমাজ মেনে নেবে না। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। তারা দ্রুত আবুল সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ নিয়ে কটূক্তি বা ব্যঙ্গ-বিদ্রূপ সমাজে অশান্তির জন্ম দেয়। তাই এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সবার সচেতন হওয়া জরুরি।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
