জেলা (নওগাঁ), মোঃ রাকিব হোসাইন:
নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪৯ নওগাঁ-৪ মান্দার এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিবের উদ্যোগে ৩০০ টি প্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল বিতরণ করা হয়েছে।
আজ ২৭ নভেম্বর ২৫ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৪.০০ টায় প্রসাদপুর আলহেরা প্রি-ক্যাডেট ইসলামী একাডেমি মাঠে এ ফুটবল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী আমির এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
৪৯ নওগাঁ-৪ মান্দা আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, আরো উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মো: রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব বিভাগের সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক, অফিস সেক্রেটারি হাফেজ আয়নাল হক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মান্দা ইউনিয়ন চেয়ারম্যান ডাক্তার তোফাজ্জল হোসেন, ওলামা সভাপতি মাওলানা মো আব্দুল কাইয়ুম বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিদের বক্তব্যে তিনি বলেন আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যুবকদের উন্নয়নে কাজ করা হবে। বর্তমান যুবসমাজ খেলাধুলা রেখে মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। মাদক থেকে সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন । তারই অংশ হিসেবে আজকে মান্দায় ২০০ শিক্ষা প্রতিষ্ঠান এবং ১০০ টি ক্লাবে ফুটবল বিতরণ করা হয়েছে।
