টাইগারদের রেকর্ড রানের লক্ষ্য ছুড়ল আইরিশরা

টি-টোয়েন্টি সিরিজ জয়ে শুরু করতে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ড ১৮২ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড।

চট্টগ্রামের ইনিংসটি বাংলাদেশের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে আয়ারল্যান্ডের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ঘরের মাঠ বেলফোস্টে করা ১৪৫ রান।

সেদিন ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানে হেরেছিল আইরিশরা।
তবে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সর্বোচ্চ ১৪১ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। সেই স্কোরটিও ২০১২ সালে বেলফোস্টে করেছিল তারা। আজ দলীয় সর্বোচ্চ রানের সংগ্রহের ভিতটা ওপেনিংয়েই পায় আইরিশরা।

উদ্বোধনী জুটিতে ঝড় তুলে ৪ ওভারে ৪০ রান এনে দেন পল স্টার্লিং ও টিম টেক্টর।
ব্যক্তিগত ২১ রানে স্টার্লিংকে আউট করে সেই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়ার পথে আপন বড় ভাই হ্যারি টেক্টরকে পান টিম। তবে এবার ১৬৮.৪২ স্ট্রাইকরেটে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে বড় ভাইকে রেখে যান আইরিশ ওপেনার।

ক্যারিয়ারের সপ্তম ফিফটি করে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ১৮১ রানের সংগ্রহ এনে দেন হ্যারি। ১৫৩.৩৩ স্ট্রাইকরেটে নিজে খেলেন ৬৯ রানের ইনিংস। অপরাজিত ইনিংসটি সাজান ১ চার ও ৫ ছক্কায়। বড় সংগ্রহে অবশ্য তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মিডল অর্ডার ব্যাটার লরকান টাকার (১৮), কার্টিস ক্যাম্ফার (২৪)।

১ ছক্কা ও ৩ চারে ২৪ রানের ইনিংস খেলা ক্যাম্ফার অবশ্য বিধ্বংসী হওয়ার আগে দুর্দান্ত ক্যাচে তাকে আউট করেন পারভেজ হোসেন ইমন।

তানজিম সাকিবের বলে অফসাইডে ক্যাচ উঠালে পাখির মতো উড়ে গিয়ে বলকে তালুবন্দী করেন ইমন। ব্যাটিংয়ে নামা আইরিশদের ছয় ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করেছেন। বাকিজন হচ্ছেন অপরাজিত ১২ রান করা জর্জ ডকরেল। বাংলাদেশের সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন তানজিম সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *