হাতিয়ায় জামায়াত প্রার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬ হাজার রোগীকে সেবা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগে হাতিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো ৫ দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প। হাতিয়ার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই মহতী কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

গত ২২শে নভেম্বর শনিবার হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হরণী-চানন্দী ইউনিয়নের ক্যাম্পের মাধ্যমে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। উপজেলার ৬টি ভিন্ন ভিন্ন স্পটে ধারাবাহিক চিকিৎসা সেবা প্রদানের পর, গত ২৬শে নভেম্বর সফলভাবে ১ম পর্বের মেডিকেল ক্যাম্পের কার্যক্রম সম্পন্ন হয়।

এই জনকল্যাণমূলক উদ্যোগে ঢাকা, নোয়াখালী এবং হাতিয়ার স্বনামধন্য ২০ জন এমবিবিএস ও অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসক সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ৬ হাজার সাধারণ রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। শুধু পরামর্শই নয়, রোগীদের প্রয়োজন অনুযায়ী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়।

হাতিয়ার মতো দুর্গম অঞ্চলে এমন একটি বৃহৎ এবং ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক স্থানীয় জনগণের কাছ থেকে ব্যাপক প্রশংসা ও সাধুবাদ অর্জন করেছেন।

উক্ত কর্মসূচী সম্পর্কে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “হাতিয়ার মানুষ যুগ যুগ ধরে উন্নত চিকিৎসা সেবাসহ আধুনিক সকল মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই অঞ্চলের অনেকেই বিভিন্ন জটিল রোগে ভুগলেও প্রয়োজনীয় সচেতনতা এবং অর্থনৈতিক সক্ষমতার অভাবে সময়মতো ডাক্তারের নিকট যেতে পারে না। সুবিধাবঞ্চিত সেই মানুষের কথা চিন্তা করে, আমাদের নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।”

তিনি আরও যোগ করেন, “৬টি স্পটে ৫দিন ব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে মানুষের অভাবনীয় ও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ এবং উৎসাহ উদ্দীপনা দেখে আমরা সত্যিই বিমোহিত। মানুষের এই ব্যাপক সাড়াই প্রমাণ করে হাতিয়ায় স্বাস্থ্যসেবার চাহিদা কতটা প্রকট। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *