চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ‘বুননযন্ত্র’ দিল চাকসু

চবি প্রতিবেদক, আব্দুল্লাহ আল নাঈম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পক্ষ থেকে দুইটি সেলাই মেশিন (বুনন যন্ত্র) বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় হল সংসদের প্রতিনিধিদের কাছে এ সেলাই মেশিন হস্তান্তর করেছেন চাকসু নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন, চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান, নির্বাহী সদস্য সোহানুর রহমান ও হল সংসদের নেতৃবৃন্দ।

এ সময় সাঈদ বিন হাবিব বলেন, নির্বাচনের সময় আমরা এই হলে আসলে শিক্ষার্থীদের একটি অন্যতম দাবি ছিল– সেলাই মেশিন দেওয়া। এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দুটি সেলাই মেশিন বিতরণ করেছি। ক্রমান্বয়ে অন্যান্য ছাত্রী হলেও সেলাই মেশিন প্রদান করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় কাপড়-চোপড় সেলাই করার সুযোগ পাবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এবং শিবিরের থেকে ফান্ড কালেকশন করে চাকসুর পক্ষ থেকে এ সেলাই যন্ত্র দেওয়া হয়েছে। নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন হলে এছাড়াও আমরা আরো কাজ করেছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, চাকসু হওয়ার পর বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কাজ আমরা দেখতে পাচ্ছি। আশা করি, চাকসুর মাধ্যমে ছাত্র-ছাত্রী কল্যাণমূলক এমন কাজ অব্যাহত থাকবে।

চাকসুকে কৃতজ্ঞতা জানিয়ে হলটির নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) পারমিতা চাকমা বলেন, অন্য প্রতিটি হলে সেলাই মেশিন আছে কিন্তু আমাদের এখানে (ফয়জুন্নেসা হল) ছিলনা। যারা সেলাই মেশিন চালাতে পারে আর যারা পারে না সবার সুবিধার্থে চাকসু কর্তৃপক্ষ দুইটা সেলাই মেশিন সরবরাহ করেছেন। এজন্য চাকসুর নিকট আমরা অতি কৃতজ্ঞ এবং তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো যোগ করেন, আমাদের আরো কিছু দাবি আছে, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে, তারা (চাকসু) আমাদের আশ্বাস দিয়েছেন সেগুলোও পূরণ করে দেবেন। যেমন গ্যাসের চুলা, রেফ্রিজারেটর, সিসিটিভি ক্যামেরাসহ হলের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। তো ওনারা সেগুলো ধাপে ধাপে পূরণ করার জন্য যথেষ্ট আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *