বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুষ্টিয়ায় জামায়াতের দোয়া অনুষ্ঠান

ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া সম্পন্ন হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরতলীর হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ (রহ:) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বহু বছর ধরে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে জড়িত। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে ভারসাম্য ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। এ সময় তিনি জাতীয় ঐক্য, সহনশীলতা ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা। তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি, তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা, আরেক ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিশ্চিতসহ দেশ ও জাতির শান্তি, রাজনৈতিক সম্প্রীতি এবং সারা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এসময় কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, শহর জামায়াতের নায়েবে আমির আজমল হক সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও হাজী শরিয়ত উল্লাহ এতিমখানার এতিম বাচ্চারা ও মাদ্রাসার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগ এবং জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখলে জাতীয় সংকট মোকাবিলা করা আরও সহজ হবে। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, একজন বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক নেত্রীর প্রতি মানবিক আচরণ প্রদর্শন করা জাতীয় সংস্কৃতির অংশ। তাই তাঁর উন্নত চিকিৎসা ও সুস্থতা নিশ্চিত হওয়া দেশের সবার কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *