দেশে বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেছেন, সাম্প্রতিক পরিবর্তনের পরও দেশে নিরাপত্তা ও প্রস্তুতির ঘাটতি রয়ে গেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
ফারুক ওয়াসিফ বলেন, ‘অতীতে যে উদ্বেগ ছিল, সেটি এখনো পুরোপুরি কাটেনি।
ধাওয়া খাওয়ার অভিজ্ঞতার পর এবার পাল্টা প্রতিরোধ গড়ে উঠেছে ঠিকই, কিন্তু যে মাঠে দাঁড়িয়ে লড়াই চলছে, তা নিরাপদ—এ কথা আত্মবিশ্বাস নিয়ে বলা যাচ্ছে না।’
তিনি আরো উল্লেখ করেন, রাজনৈতিক, সামাজিক বা গণমাধ্যম—কোনো ক্ষেত্রেই পরিস্থিতি স্থিতিশীল বলা কঠিন। অভ্যুত্থান প্রতিরোধের পর যে সাংগঠনিক ও সাংস্কৃতিক প্রস্তুতি প্রয়োজন ছিল, তা সমাজে তৈরি হয়নি বলেও মন্তব্য করেন ফারুক ওয়াসিফ।
পিআইবি মহাপরিচালক আরো বলেন, গণ-অভ্যুত্থানে যে তরুণ ও সাধারণ মানুষ সামনে ছিল, তারা দেশের প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব করে না।
এই ব্যবধান থেকেই আজকের অগোছালো বাস্তবতা তৈরি হয়েছে। তার মতে, ক্ষমতার বড় অংশ এখনো পুরনো ব্যবস্থার হাতে।
