কুষ্টিয়া -৪ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর নির্বাচনী পদযাত্রা

ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি প্রার্থীর নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪ টার সময় কুমারখালী গোলাম কিবরিয়া সেতু চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাস টার্মিনালে গিয়ে জনসভা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় ব্যানার , ফেস্টুন ও নেতাকর্মীদের স্লোগানে উৎসবমুখর পরিবেশে দলের নেতাকর্মীদের অংশগ্রহণ করে।

জনসভায় কুমারখালী সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ফারহান নিলয়ের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের বাংলাদেশ গনঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াস।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক শরিফুল ইসলাম, রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আতাউল্লাহ শামীম, মহসিন হলের ভিপি শাকিল মিয়া।

সমাবেশে বক্তারা ভিপি নূরের নেতৃত্বে সরকার গঠন করার প্রত্যাশা প্রকাশ করে। আরো বলেন তরুণদের মাধ্যমে একটি জনকল্যাণমূলক সমাজ গড়ে তুলতে হবে। সুস্থ রাজনীতির ধারায় আবার ফিরে আসতে হবে। তরুনদের মাধ্যমেই নতুন বাংলাদেশ গঠন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *