ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি করেছে।
মঙ্গলবার (৩ডিসেম্বর) সকাল থেকে কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
কর্মবিরতিরত প্রাথমিক শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান, শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।
একদিকে শিক্ষকরা বলছেন, বহুদিনের বঞ্চনা দূর হলে তারা আরও মনোযোগ ও উৎসাহ নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন, যা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
অন্যদিকে সহকারী শিক্ষকদের ক্লাস বর্জনের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে, প্রধান শিক্ষককে একাধিক ক্লাস সামলাতে হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সাময়িক ঘাটতি দেখা দিচ্ছে।
অভিভাবকরা বলেন শিক্ষকদের এই কর্মবিতির কারণে বাচ্চাদের নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছে। আমরা চাই, সরকার দ্রুত শিক্ষকদের দাবি পূরণ করুক, যাতে ক্লাস স্বাভাবিক হয়।আরেকজন অভিভাবক বলেন, শিক্ষকদের দাবিগুলো ন্যায়সংগত। তবে দীর্ঘসময় ক্লাস বন্ধ থাকলে শিশুদের শেখার ক্ষতি হয়।
অন্যদিকেএকজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জানায়, আজ স্যাররা ক্লাসে নেই তাই আমাদের কিছু ক্লাস বন্ধ। আমরা চাই সব স্যার ফিরে আসুক। অন্য এক শিক্ষার্থী বলে, প্রধান স্যার একাই কয়েকটি ক্লাস নেন, কিন্তু সবই সম্ভব হয় না। দ্রুত যেন ক্লাস ঠিক হয়।
সহকারী শিক্ষকরা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, তবে শিক্ষার্থীদের ক্ষতি কমাতে তারা সচেষ্ট থাকবেন।
