খালেদা জিয়াকে দেখতে রাতে হাসপাতালে গেলেন জামায়াত আমির

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতলে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি ডা. শফিকুর রহমান।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জামায়াত আমির জানায় , গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছে। তিনি চিকিৎসা নিতে পারছেন। তার এমন সংকটময় পরিস্থিতি আগে কখনো হয়নি। আমরা দোয়া করি, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়া করি। আল্লাহ তাকে রহম করুন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দেয়ায় গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *