রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক।

তাই বুধবার (৩ ডিসেম্বর) সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

আজ সকাল ১০টায় নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধান বক্তা থাকবেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি থাকবেন আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সহসভাপতি, বাস্তুহারা দলের সহসভাপতি রহিমা শিকদার।

বেলা ১১টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কৃষকদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় কমলাপুর পীরজঙ্গি মাজার এতিমখানা মাদ্রাসায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোরআন খতম, দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণ হবে। এ দুটি স্থানে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিকেল ৩টায় মিরপুর সিটি ক্লাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহযোগিতার জন্য সকালে যুক্তরাজ্য ও চীনের দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসবে। সশস্ত্র বাহিনীর প্রেস ব্রিফিং ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি এ কে খন্দকারে সকাল ৭টায় শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত জনগণের জন্য সশস্ত্র বাহিনীর নেতৃত্বে বিমানবাহিনীর পরিবহন বিমানযোগে উদ্ধারকারী দল ও ত্রাণসামগ্রী প্রেরণের বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কতৃক দুই বাংলাদেশিকে বেধড়ক পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *