জেলা প্রতিনিধি; মতিউর রহমান
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দুর্নীতি মুক্ত সমাজ গঠনে জুলাই আন্দোলনের ছাত্র জনতা শহীদ হয়েছে। চাঁদাবাজির জন্য ছাত্র জনতা জুলাই আন্দোলন করে নাই। বর্তমান বাংলাদেশে আর লুটপাটের রাজনীতি চলবে না। সততা, দক্ষতা ও যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে আগামী ত্রয়োদশ নির্বাচনে নির্বাচিত করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।
তিনি আরো বলেন, দেশের ছাত্র যুবকেরা সচেতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারকে পলায়ন করতে বাধ্য করেছে। নির্বাচনে ইতোমধ্যেই ছাত্রদের বিজয় প্রমান করে সচেতন ছাত্র জানাতকে আর দাবিয়ে রাখা যাবে না। জাতীয় নির্বাচনে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাবনার সাঁথিয়া উপজেলার ফুটবল মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা-১ আসনের উদ্যোগে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন তিনি।
সাঁথিয়া উপজেলা জামায়াত আয়োজিত ছাত্র যুব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান এবং সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জামায়াত মনোনীত পাবনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ড. মাওলানা নাজিবুর রহমান মোমেন, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ডাক্তার আব্দুল বাসেত খান, পাবনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ,,বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সাঁথিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল কুদ্দুস, বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের পাবনা জেলা সেক্রেটারি ডক্টর ইদ্রিস আলম, ডঃ কামরুজ্জামান বকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ভিপি খন্দকার আবু নাইম, ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মুন্নাফ হোসেন, পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান, জামায়াত নেতা মেহেদী হাসান প্রমুখ।
বিশেষ অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাঁথিয়ার মানুষ তাকে ফ্যাসিস্ট আওয়ামীরা বিনা দোষে শহীদ করেছেন ফলে আপনারা সাঁথিয়ার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন।
প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট বিপ্লবের মাধ্যমে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে বিজয়ী করে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর হত্যার বদলা নিতে হবে। আগামীতে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সমবেত ছাত্র যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আপনাদের সাথে কাজ করতে চাই। আমি আমার শহীদ পিতা নিজামীর সাহেব ও আমার জন্য দোয়া চাই।
অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, ইলামিয়া আন্দোলনকে বিজয়ী করতে দাঁড়িপাল্লায় ভোট দিন।
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের সর্বদা সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন ছাত্র যুবকদের আন্দোলনের ফসল আগামী জাতীয় নির্বাচন, এ নির্বাচনে তারুণ্যের অহংকার ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আপনাদের সাঁথিয়ায় সংসদ সদস্য প্রার্থী করা হয়েছে , নাজিবুর রহমান মোমেন ভাইকে নির্বাচিত করে তরুণদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে পাঠাবেন, ইনশাল্লাহ।
ছাত্র যুব সমাবেশে বর্তমান সময়ের সারা জাগানো শিল্পী রোকনুজ্জামান, আব্দুর নূর, আব্দুল মমিন সহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করে আগামী নির্বাচনে ছাত্র-যুবসমাজকে উদ্বুদ্ধ করেন।
